উইকি লাভস আর্থ (ডব্লিউএলই) একটি আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা যা প্রতি বছর মে মাসে বিশ্বব্যাপী উইকিমিডিয়ার চ্যাপ্টার, দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ নিজ নিজ দেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলসমূহের ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করে থাকে যেখান থেকে পরবর্তীতে সেগুলো বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার নিবন্ধসমূহে ব্যবহার করা হয়।
এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হল, প্রতিটি দেশের সংরক্ষিত অঞ্চলসমূহের একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি ও স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্যকে উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত করা এবং ছবিগুলো মুক্ত লাইসেন্সে উন্মুক্ত করা যাতে সবাই ছবিগুলো ব্যবহার করতে পারে আলোকচিত্রীকে কৃতিত্ব প্রদান করার মাধ্যমে। এ বছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিচ্ছে। বাংলাদেশে এই প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করছে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকগণ।
- সময়কাল
- শুরু: মে ১, ২০১৭
- শেষ: মে ৩১, ২০১৭
- স্থানীয় বিজয়ী নির্ধারণ: জুলাই ২০১৭
- আন্তর্জাতিক বিজয়ী নির্ধারণ: সেপ্টেম্বর ১৫, ২০১৭
এই প্রতিযোগিতায় আপনাকে একজন অংশগ্রহণকারী (চিত্রগ্রাহক), সাংগঠনিক স্বেচ্ছাসেবক, বা উভয় হিসাবে জড়িত হতে স্বাগত জানানো হচ্ছে। অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি শেয়ার করে আমাদের সাহায্য করুন। হ্যাশট্যাগ: #wleBangladesh
শেয়ার করুন:
- আরো দেখুন
|