রতন টাটা
রতন টাটা | |
---|---|
জন্ম | রতন নবল টাটা ২৮ ডিসেম্বর ১৯৩৭ |
মৃত্যু | ৯ অক্টোবর ২০২৪ | (বয়স ৮৬)
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | কর্নেল বিশ্ববিদ্যালয় হার্বার্ড বিজনেস স্কুল |
পেশা | শিল্পপতি, জনহিতৈষী |
উপাধি | টাটা সন্স ও টাটা গ্রুপের চেয়ারম্যান[১] |
মেয়াদ |
|
পূর্বসূরী | জে. আর. ডি. টাটা |
উত্তরসূরী |
|
দাম্পত্য সঙ্গী | (বিয়ে করেন নি)[২] |
আত্মীয় | টাটা পরিবার |
পুরস্কার | পদ্মভূষণ (২০০০) পদ্মবিভূষণ (২০০৮) HonFREng[৩] (২০১২) |
রতন নবল টাটা (হিন্দি: रतन नवल टाटा; ২৮ ডিসেম্বর ১৯৩৭ – ৯ অক্টোবর ২০২৪)[৪] ছিলেন একজন ভারতীয় শিল্পপতি ও জনহিতৈষী। তিনি ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান এবং অক্টোবর ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান।[৫][৬] ২০০৮ সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ পেয়েছিলেন। এর আগে ২০০০ সালে তিনি তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছিলেন।[৭][৮]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]রতন টাটা কেম্পিয়ন স্কুলে (মুম্বই) শিক্ষা জীবন শুরু করেন। পরে তিনি ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল-এ তিনি স্কুল শিক্ষা শেষ করেন।[৯] স্কুল শিক্ষা শেষ করার পর তিনি ১৯৬২ সালে কর্ণেল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেচার বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন করেন। ১৯৭৫ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ও অ্যাডভেঞ্চেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।[১০]
কর্মজীবন
[সম্পাদনা]রতন টাটা ১৯৬১ সালে টাটা গ্রুপে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম কাজ ছিল টাটা স্টিলের শপ ফ্লোর পরিচালনা করা। এরপর পড়াশোনা শেষ করতে হার্ভার্ড বিজনেস স্কুলে যান তিনি। এছাড়া তিনি কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচারও পড়াশোনা করেন।[১১] তিনি ১৯৯১ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান এবং অক্টোবর ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ছাড়াও ছিলেন এ ছাড়াও তিনি ছিলেন টাটা ট্রাস্ট এর চেয়ারম্যান। ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন টি সি এস। তার নেতৃত্বে টাটা গ্রুপ ইস্পাত প্রস্তুতকারক কোরাস, ব্রিটিশ মোটর গাড়ি সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার এবং ব্রিটিশ চা সংস্থা টেটলির সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়। ফলে টাটা কোম্পানি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে।[১১] ২০০৯ সালে ছোট গাড়ি ন্যানো তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি। যাতে সাধারণ মানুষ মাত্র এক লক্ষ টাকা খরচ করে এই গাড়ি কিনতে পারেন সেটাই ছিল তার স্বপ্ন। পশ্চিমবঙ্গে সিঙ্গুরে গাড়ি তৈরির কারখানার কাজ অনেকটাই এগিয়েছিল কিন্তু রাজনৈতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটা বাস্তবায়িত হয়নি। ফলে তিনি গুজরাটের আনন্দে এই গাড়ি তৈরি করার কারখানা স্থাপন করেন।
রতন টাটা নিজেকে বিভিন্ন সেবামূলক কাজেও নিয়োজিত করেছিলেন। তার উদ্যোগে টাটা গ্রুপ ভারতের স্নাতক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়কে ২৮ মিলিয়ন ডলারের টাটা স্কলারশিপ ফান্ডের ব্যবস্থা করা হয়। ২০১০ সালে একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য হার্ভার্ড বিজনেস স্কুল তারই উদ্যোগে ৫০ মিলিয়ন ডলার অনুদান পায়। প্রসঙ্গত উল্লেখ্য, এখান থেকেই তিনি স্নাতক প্রশিক্ষণ পেয়েছিলেন।[১১] ২০১৪ সালে টাটা গ্রুপ মূলত গরিব ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য আইআইটি বোম্বেকে ৯৫ কোটি টাকা অনুদান দেয়। সাধারণ মানুষের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের সেবা ইত্যাদির ক্ষেত্রেও তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু মানবপ্রেমিক নন পশুপ্রেমিকও ছিলেন তিনি। রাস্তার কুকুরদের উপযুক্ত খাদ্য, প্রয়োজন হলে ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করতেন তিনি।[১২]
মৃত্যু
[সম্পাদনা]৬ অক্টোবর ২০২৪-এ রতন টাটাকে শারীরিক অসুস্থতার জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৭ অক্টোবর তার এনজিওগ্রাফি করা হয়েছিল। তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সব চেষ্টা বিফল হয়। ২০২৪ সালের ৯ অক্টোবর সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।[১৩] তার মৃত্যুতে মহারাষ্ট্র সরকার এক দিনের শোক ঘোষণা করে।[১৪][১৫]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]ভারত সরকার তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ দ্বারা ভূষিত করে। ও অন্যান্য পুরস্কার যেমন - [১৬]
সাল | নাম | প্রদানকারী সংস্থা | সূত্র. | |
---|---|---|---|---|
২০১৫ | Honoris Causa | HEC Paris | [১৭] | |
২০১৫ | Honorary Doctor of Automotive Engineering | Clemson University | [১৮] | |
২০১৪ | Honorary Doctor of Laws | York University, Canada | [১৯] | |
২০১৪ | Honorary Knight Grand Cross of The Order of the British Empire | যুক্তরাজ্য | [২০] | |
২০১৪ | সয়াজি টাটা পুরস্কার | বরদা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন | [২১] | |
২০১৪ | অনারারি ডক্টর অব বিজনেস | সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় | [২২] | |
২০১৩ | অনারারি ডক্টরেট | আমস্টার্ডম বিশ্ববিদ্যালয় | [২৩] | |
২০১৩ | Honorary Doctor of Business Practice | কার্নিং মেলন বিশ্ববিদ্যালয় | [২৪] | |
২০১৩ | Ernst and Young Entrepreneur of the Year – Lifetime Achievement | Ernst & Young | [২৫] | |
২০১৩ | ফরেন অ্যাসোসিয়েট | ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং | [২৬] | |
২০১২ | ডক্টর অব বিজনেস হনরিক কৌজা | নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় | [২৭] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Tata.com। "Tata Sons Board replaces Mr. Ratan Tata as Chairman, Selection Committee set up for new Chairman via @tatacompanies"। ২৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৬।
- ↑ ইমাম, হাসান (২০২৪-১০-১০)। "কেন বিয়ে করেননি রতন টাটা?"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১১।
- ↑ "List of Fellows"। ৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- ↑ "ষষ্ঠীর রাতেই এল দুঃসংবাদ! শিল্প জগতে এক যুগের অবসান, প্রয়াত রতন টাটা"। News18 বাংলা। ২০২৪-১০-১০। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০৯।
- ↑ "Ratan Tata is chairman emeritus of Tata Sons"। The Times of India। ২০১২-১২-১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০৯।
- ↑ "What makes the Tata empire tick?"। The Independent (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০৯।
- ↑ "Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86"। The Times of India। ২০২৪-১০-১০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১০।
- ↑ Dash, Nivedita; News, India TV (২০২৪-১০-১০)। "Ratan Tata: List of awards and honours conferred to the 'corporate titan'"। www.indiatvnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১০।
- ↑ "Ratan Tata goes back to school"। Times of India। ৩১ মার্চ ২০০৯। ২৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১২।
- ↑ Sharma, Subramaniam (২০০৬-১০-১৮)। "India's Tata Takes Leap With $7.6 Billion Corus Bid (Update1)"। Bloomberg। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১২।
- ↑ ক খ গ ডেস্ক, অনলাইন (১০ অক্টোবর ২০২৪)। "রতন টাটা সম্পর্কে ১০টি অজানা তথ্য"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৪।
- ↑ "রতন টাটা"।
- ↑ "যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন 'রতন' হয়েই"। Hindustantimes Bangla। ২০২৪-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১০।
- ↑ "Maharashtra government declares Thursday a day of mourning for Ratan Tata"। English.Mathrubhumi (ইংরেজি ভাষায়)। ২০২৪-১০-১০। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১০।
- ↑ "State funeral for Ratan Tata, Amit Shah to attend, Maharashtra's day of mourning"। India Today (ইংরেজি ভাষায়)। ২০২৪-১০-১০। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১০।
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। নভেম্বর ১৫, ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৫।
- ↑ "Ratan N Tata receives honoris causa degree from HEC Paris"। ২৩ এপ্রিল ২০১৫।
- ↑ "2015 SC Automotive Summit & SC Auto Week Agenda" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুআরি ২০১৫'। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Ratan Tata gets honorary doctorate from York University of Canada"। IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৪।
- ↑ "Touched for being awarded GBE by UK: Ratan Tata"। ১৮ এপ্রিল ২০১৪। ১৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- ↑ "BMA to confer Sayaji Ratna Award on Ratan Tata"। The Times of India। ৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৪।
- ↑ "Mr Ratan Tata receives honorary doctorate from SMU"। ১৯ মার্চ ২০১৪।
- ↑ "Honorary doctorates from UvA for Ratan Tata and Andre Kuipers"। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- ↑ "Keynote & Honorees"। ২ ডিসেম্বর ২০১৫ তারিখে Carnegie Mellon University মূল
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। অজানা প্যারামিটার|সংগ্রহের তারিখ=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "EY honors Ratan Tata with life time achievement award"। Ernst & Young। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "National Academy of Engineering Elects 69 Members And 11 Foreign Associates"। The National Academies of Sciences, Engineering & Medicine। ৭ ফেব্রু ২০১৩।
- ↑ "UNSW Newsroom"। Indian industrialist Ratan Tata honorary degree। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১২।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- নাইদু, শান্তনু (২০২১)। I Came Upon a Lighthouse: A Short Memoir of Life with Ratan Tata। সঞ্জনা দেশাই। হারপারকলিন্স ইন্ডিয়া। আইএসবিএন 978-93-90327-52-2।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৩৭-এ জন্ম
- ২০২৪-এ মৃত্যু
- ভারতীয় শিল্পপতি
- ভারতীয় জনহিতৈষী
- মুম্বইয়ের ব্যবসায়ী
- টাটা পরিবার
- বাণিজ্য ও শিল্পে পদ্মবিভূষণ প্রাপক
- বাণিজ্য ও শিল্পে পদ্মভূষণ প্রাপক
- মুম্বইয়ের ব্যক্তি
- পার্সি ব্যক্তি
- মুম্বইয়ের পার্সি ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যবসায়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় ব্যবসায়ী
- টাটা গ্রুপের ব্যক্তি
- রিভারডেল কান্ট্রি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- মহারাষ্ট্র ভূষণ পুরস্কার প্রাপক
- অর্ডার অফ অস্ট্রেলিয়ার অনারারি অফিসার
- অনারারি নাইটস গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার
- রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর অনারারি ফেলো
- লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অনারারি ফেলো
- ন্যাশনাল একাডেমী অফ ইঞ্জিনিয়ারিং এর বিদেশী সহযোগী
- কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচার, আর্ট অ্যান্ড প্ল্যানিং প্রাক্তন শিক্ষার্থী
- লিজিয়ন অফ অনারের কমান্ডার
- ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- আন্তর্জাতিক শান্তির জন্য কার্নেগি এনডাউমেন্ট
- ইস্পাত ব্যবসায়ী
- ধাতু ব্যবসায়ী
- বিশপ কটন স্কুল শিমলার প্রাক্তন শিক্ষার্থী