রাফা মির
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রাফায়েল মির ভিসেন্তে | ||
জন্ম | ১৮ জুন ১৯৯৭ | ||
জন্ম স্থান | কার্তাহেনা, স্পেন | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সেভিয়া | ||
জার্সি নম্বর | ৯ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২১, ২৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রাফায়েল মির ভিসেন্তে (স্পেনীয়: Rafa Mir; জন্ম: ১৮ জুন ১৯৯৭; রাফা মির নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব সেভিয়ার হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, মির স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রাফায়েল মির ভিসেন্তে ১৯৯৭ সালের ১৮ই জুন তারিখে স্পেনের কার্তাহেনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]মির স্পেন অনূর্ধ্ব-২১ এবং স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৭ ম্যাচে অংশগ্রহণ করে ৮টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Primer equipo – Sevilla FC" [প্রথম দল – সেভিয়া ফুটবল ক্লাব]। sevillafc.es (স্পেনীয় ভাষায়)। সেভিয়া। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩।
- ↑ "Official Sevilla FC staff in 2023/24 – LALIGA" [২০২৩/২৪-এ সেভিয়া ফুটবল ক্লাবের কর্মকর্তা – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ৮ অক্টোবর ২০২৩। ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- রাফা মির – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে রাফা মির (ইংরেজি)
- সকারবেসে রাফা মির (ইংরেজি)
- বিডিফুটবলে রাফা মির (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রাফা মির (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রাফা মির (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।