বিষয়বস্তুতে চলুন

তিন বোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিন বোন
প্রথম সংস্করণের প্রচ্ছদ, আডলফ মার্কস কর্তৃক ১৯০১ সালে প্রকাশিত
রচয়িতাআন্তন চেখভ
চরিত্র
  • ওলগা সের্গেয়েভ্‌না প্রোজরভা
  • মারিয়া সের্গেইভ্‌না কুলিজিনা
  • ইরিনা সের্গেয়েভ্‌না প্রোজরভা
  • আন্দ্রেই সের্গেয়েভিচ প্রোজরভ
উদ্বোধনের তারিখ১৯০১ (1901)
উদ্বোধনের স্থানমস্কো আর্ট থিয়েটার, মস্কো, রাশিয়া
মূল ভাষারুশ
বর্গনাটকীয়
প্রেক্ষাপটপ্রাদেশিক রুশ গ্যারিসন শহর

তিন বোন (রুশ: Три сeстры́, প্রতিবর্ণীকৃত: ত্রি সেস্ত্রি, ইংরেজি: Three Sisters) হল রুশ নাট্যকার আন্তন চেখভ রচিত একটি নাতক। এটি ১৯০০ সালে রচিত হয় এবং ১৯০১ সালে প্রথম মস্কো আর্ট থিয়েটারে মঞ্চস্থ হয়। এটি দ্য সিগাল, আঙ্কল ভানিয়াদ্য চেরি অরচার্ড-এর পাশাপাশি চেখভের প্রধানতম চারটি ধ্রুপদী নাটকের একটি।[]

চরিত্রাবলি

[সম্পাদনা]

প্রোজরভ পরিবার

[সম্পাদনা]
  • ওলগা সের্গেয়েভ্‌না প্রোজরভা
  • মারিয়া সের্গেইভ্‌না কুলিজিনা
  • ইরিনা সের্গেয়েভ্‌না প্রোজরভা
  • আন্দ্রেই সের্গেয়েভিচ প্রোজরভ
  • নাতাশা ইভানভ্‌না
  • ফিওদর ইলিচ কুলিজিন

সৈন্যদল

[সম্পাদনা]
  • আলেকসান্দ্র্‌ ইগ্নাতিয়েভিচ ভের্শিনিন - গোলন্দাজ বাহিনির লেফটেন্যান্ট কর্নেল ও দার্শনিক।
  • ব্যারন নিকলাই ল্ভোভিচ তুজেনবাচ - সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট।
  • স্টাফ ক্যাপ্টেন ভাসিলি ভাসিলিয়েভিচ সলিয়নি - সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন।
  • ইভান রোমানোভিচ চেবুতিকিন - ৬০ বছর বয়সী সেনবাহিনীর ডাক্তার।
  • আলেক্সেই পেত্রোভিচ ফেদতিক - উপ-লেফটেন্যান্ট
  • ভ্লাদিমির কার্লোভিচ রোদ - উপ-লেফটেন্যান্ট ও হাই স্কুলের ড্রিল কোচ।

অন্যান্য

[সম্পাদনা]
  • ফেরাপন্ত - স্থানীয় কাউন্সিল অফিসের দ্বাররক্ষক।
  • আনফিসা - প্রোজরভ পরিবারের জন্য আজীবন কাজ করে যাওয়া সাবেক সেবিকা।

অনুবাদ

[সম্পাদনা]

রুশ ভাষায় লিখিত ত্রি সেস্ত্রি নাটকটি তিন বোন নামে বাংলায় অনুবাদ করেন জি এইচ হাবীব।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ব্লুম, হ্যারল্ড (৩১ অক্টোবর ২০০৩)। Genius (পুনর্মুদ্রণ সংস্করণ)। গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিং। আইএসবিএন 978-0446691291 
  2. ২৫ শে আগস্ট শাশ্বতিকীর অনুবাদ সংখ্যায় প্রকাশিত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:থ্রি সিস্টার্স