১৯৭১
বছর
১৯৭১ সালের ঘটনাপঞ্জী।
সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
---|---|
শতাব্দী: | |
দশক: | |
বছর: |
গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৭১ MCMLXXI |
আব উর্বে কন্দিতা | ২৭২৪ |
আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪২০ ԹՎ ՌՆԻ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭২১ |
বাহাই বর্ষপঞ্জি | ১২৭–১২৮ |
বাংলা বর্ষপঞ্জি | ১৩৭৭–১৩৭৮ |
বেরবের বর্ষপঞ্জি | ২৯২১ |
বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫১৫ |
বর্মী বর্ষপঞ্জি | ১৩৩৩ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৭৯–৭৪৮০ |
চীনা বর্ষপঞ্জি | 庚戌年 (ধাতুর কুকুর) ৪৬৬৭ বা ৪৬০৭ — থেকে — 辛亥年 (ধাতুর শূকর) ৪৬৬৮ বা ৪৬০৮ |
কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৮৭–১৬৮৮ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৩৭ |
ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৬৩–১৯৬৪ |
হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৩১–৫৭৩২ |
হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
- বিক্রম সংবৎ | ২০২৭–২০২৮ |
- শকা সংবৎ | ১৮৯২–১৮৯৩ |
- কলি যুগ | ৫০৭১–৫০৭২ |
হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৭১ |
ইগবো বর্ষপঞ্জি | ৯৭১–৯৭২ |
ইরানি বর্ষপঞ্জি | ১৩৪৯–১৩৫০ |
ইসলামি বর্ষপঞ্জি | ১৩৯০–১৩৯১ |
জুশ বর্ষপঞ্জি | ৬০ |
জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
কোরীয় বর্ষপঞ্জি | ৪৩০৪ |
মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৬০ 民國৬০年 |
থাই সৌর বর্ষপঞ্জি | ২৫১৪ |
ইউনিক্স সময় | ৩১৫৩৬০০০ – ৬৩০৭১৯৯৯ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৭১ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
ঘটনা তালিকা
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনা- জানুয়ারি ৪ : জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
- জানুয়ারি ৩১ – এপোলো ১৪ চাঁদের উদ্দেশ্যে যাত্রা
ফেব্রুয়ারি
সম্পাদনা- ফেব্রুয়ারি ৫ – এপোলো ১৪ চাঁদে অবতরন
মার্চ
সম্পাদনা- মার্চ ২: ডাকসুর ভি.পি. আ.স.ম. আবদুর রব কলা ভবনে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
- মার্চ ৭ : ঢাকা শহরের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় তার ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তিনি জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
- মার্চ ২৪ : জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশ ত্যাগ করেন। তার সাথে বাংলাদেশে বসবাসরত অনেক পাকিস্তানি নাগরিক পাকিস্তান চলে যায়। বাংলাদেশী নাগরিকদের বিমান বন্দরে প্রবেশাধিকার নিষিদ্ধ থাকে।
- মার্চ ২৫ : এই দিন দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে বাঙালিদের উপর আক্রমণ শুরু করে। ইতিহাসে তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
- মার্চ ২৬ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল হান্নান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
- মার্চ ২৭ : মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন এবং সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
এপ্রিল
সম্পাদনা- এপ্রিল ১০ : স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়।
- এপ্রিল ১৭ : মেহেরপুর জেলার মুজিবনগরের বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি ও মন্ত্রীরা শপথ গ্রহণ করে।
- এপ্রিল ১৮ :
- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন।
- কলকতায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়।
ডিসেম্বর
সম্পাদনা- ডিসেম্বর ৩ : বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় এবং ভারতীয় সৈন্যরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ শুরু করে।
- ডিসেম্বর ১৪ : যুদ্ধে পরাজয় নিশ্চত বুঝতে পেরে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। এ দিনটিকে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
- ডিসেম্বর ১৬ : বিকাল ৫ টা ৩০ মিনিটে রমনা রেস্কোর্স মাঠে মিত্র বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরা'র কাছে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি জেনারেল এ কে খান নিয়াজী আত্মসমর্পণ করেন।
জন্ম
সম্পাদনা- ৭ জানুয়ারি - জেরেমি রেনার, মার্কিন অভিনেতা ও গায়ক।
- ১১ জানুয়ারি - ম্যারি জে. ব্লাইজ, মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও মানবহিতৈষী।
- ৩ সেপ্টেম্বর - কিরণ দেসাই, ম্যান বুকার পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক।
- ১৯ সেপ্টেম্বর - সালমান শাহ, বাংলাদেশি অভিনেতা। (মৃ. ১৯৯৬)
মৃত্যু
সম্পাদনামে
সম্পাদনা- ৭ মে - রণদাপ্রসাদ সাহা বিখ্যাত বাঙালি সমাজসেবক এবং দানবীর, পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।
অক্টোবর
সম্পাদনা- ২ অক্টোবর - খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। (জ. ১৯২৬)
নভেম্বর
সম্পাদনা- ২৭ নভেম্বর - হারুনুর রশীদ (বীর প্রতীক), বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। পাকিস্তানি সেনাবাহিনীর বুলেটে শহীদ।