কৌরব
কুরুর বংশধর, বিশেষভাবে ধৃতরাষ্ট্রের পুত্রগণ
মহারাজ সংবরণ ও সূর্যকন্যা তপতীর পুত্র ছিলেন কুরু । রাজা কুরুর বংশধরদের কৌরব বলা হয় । কিন্তু মহাভারতে বিশেষভাবে দুর্যোধন এবং তার শত ভাইকে কৌরব আর কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের পক্ষকে কৌরবপক্ষ বলা হয়েছে ।
কৌরবদের নামের তালিকা সর্বাগ্রজ থেকে সর্বানুজ অনুযায়ী সাজানো হলো:-
- দুর্যোধন
- যুযুৎসু (গান্ধারীর দাসী সুগদার পুত্র)
- দুঃশাসন
- দুঃসহ
- দুঃশলা
- জলসন্ধ
- সাম
- সহ
- বিন্দ
- অনুবিন্দ
- দুর্ধর্ষ
- সুবাহু
- দুষ্প্রদর্শন
- দুর্মর্ষণ
- দুর্মুখ
- দুষ্কর্ম
- বিম্ব
- বিভিমশতি
- বিকর্ণ
- সুলোচন
- চিত্রা
- উপচিত্রা
- চিত্রাক্ষ
- চারুচিত্র
- শরাসন
- দুর্মদা
- দুষ্প্রগাহ
- বিভিৎসু
- বিকাত
- উর্ণনাভ
- সুনাভ
- নন্দ
- উপনন্দক
- সেনাপতি
- সুশেনা
- কুন্দোদর
- মহোদর
- চিত্রবন
- চিত্রবর্মা
- সুবর্মা
- দুর্বিমোচন
- অয়োবাহু
- মহাবাহু
- চিত্রাঙ্গ
- চিত্রকুণ্ডলা
- ভীমবেগ
- ভীমবালা
- বলাকি
- বলবর্ধন
- উগ্রায়ুধ
- ভীমকর্মা
- কনাকায়ু
- দ্রিধায়ুধ
- দ্রিধাবর্মা
- দ্রিধাক্ষত্র
- সোমকীর্তি
- অনুদর
- দ্রিধাসন্ধ
- চিত্রসেন
- সত্যসন্ধ
- সাধঃসুবক
- উগ্রশ্রব
- অশ্বসেন
- সেনানী
- দুষ্পরাজয়
- অপরাজিতা
- পণ্ডিতক
- বিশালাক্ষ
- দুর্বর
- দ্রিধাহস্ত
- সুহস্ত
- বটবেগ
- সুবর্চ
- আদিত্যকেতু
- বাহঃবশী
- নাগদন্ত
- উগ্রায়ি
- কবাচি
- নিশাঙ্গী
- পাশী
- দণ্ডধারা
- ধনুর্গ্রহ
- উগ্র
- ভীমরথ
- বীর
- বীরবাহু
- অলোলুপা
- অভয়
- রৌদ্রকর্ম
- দ্রিধারথ
- অনাদৃশ্য
- কুণ্ডভেদী
- ভৈরবী
- দীর্ঘলোচন
- দীর্ঘবাহু
- মহাবাহু
- ভূধোরু
- কনকধ্বজা
- কুন্ডশী
- বিরাজ
- দীর্ঘরোম
- প্রমতি
টীকা
সম্পাদনা- ↑ দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, দুঃশলা ও যুযুৎসু বাদে বাকি ৯৮ জন কৌরবের নাম বিভিন্ন অনুবাদকের মহাভারতে বিভিন্ন রকম হতে পারে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ কাশীদাসী মহাভারত
- ↑ "Mahabharata Vol. 1 by Bibek Debroy - PDF Drive"। www.pdfdrive.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২।