fabric painting

698 Pins
·
1mo
Happy Meri Critmass
আজ এইদিনে মানব অবতার যীশুখ্রীষ্ট এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাঁকে প্রণাম জানাই। পাশ্চাত্যের চিত্রকলায় ও ভাস্কর্যে যীশুখ্রীষ্টকে আমরা প্রধানত দুভাবে দেখে আসছি। তাঁকে ক্রুশবিদ্ধ অবস্থায় আমরা এক বেদনাদায়ক ছবিতে বারবার পাই। আর পাই সেই পবিত্র সুন্দর স্বর্গীয় ছবি যেখানে মাতা মেরীর কোলে শিশুপুত্র যীশু। আমার এই ছবির রচনায় একদিকে গীর্জার কৌণিক স্থাপত্য নকশা ও পাশ্চাত্যের ছবির ডানাওয়ালা দুই দেবশিশু - আর অন্যদিকে মাতা মেরীর মূর্তিতে বাংলার টেরাকোটা মন্দিরের মূর্তির আদল মিলে মিশে গেছে আলপনার ছন্দে।
🌼Handpainted Madhubani painting Tote bags🌼 Made on order, just sharing pictures before packing n dispatching Hope you liked the beautiful mithila painting on jute tote bags✌ #ghumtapitara #weareghumtapitara #mithilapainting #mithilapaintings #madhubanipaintingbags #handpainted #handpaintedbags #madhubanipainting